চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার আঘাত বিউটি পার্লারেও

মরিয়ম জাহান মুন্নী

১১ এপ্রিল, ২০২০ | ২:৫৩ পূর্বাহ্ণ

প্রতিদিন সকাল থেকে রাত নয়টা পর্যন্ত কম বেশি মেয়েদের আনাগোনায় মুখর থাকতো নগরীর সবগুলো বিউটি পার্লার। কিন্তু আগের মত পার্লারগুলোতে নেই কোনো ব্যস্ততা। বন্ধ পড়ে আছে নগরীর জনপ্রিয় পার্লার লুসি, পারসোনা, আলভিরাস, হাবিব তাসকিরাত, লিয়ানাসহ অলিগলির ছোট পার্লারগুলোও। এমন পরিস্থিতিতে কয়েক কোটি টাকা ক্ষতি হচ্ছে পার্লার ব্যবসায়ীদের। বিশে^ চলমান মহামারী করোনাভাইরাসের কারণে দেশে বিয়েসহ সকল রকম সামাজিক অনুষ্ঠান বন্ধের পর থেকে বিপাকে পড়েছেন বিউটি পার্লার ব্যবসায়ীরা। দীর্ঘদিনের এ বন্ধের কারণে চট্টগ্রামের পার্লার ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান নগরীর বিভিন্ন পার্লার মালিকরা। টানা বন্ধের কারণে আগে থেকে বুকিং করা বৌ সাজসহ সকল অর্ডার বাদ হয়ে যায়। প্রথম দিকে ১০ দিনের সাধারণ ছুটি ও পরবর্তীতে আরো বাড়ানোতে ক্ষতির পরিমাণ দ্বিগুণ বাড়বে বলে জানান এ ব্যবসায়ীরা। এদিকে আর কয়েক দিন পরেই আসছে পহেলা বৈশাখ। এসময় এসব বিউটি পার্লারগুলোতে চলে ঈদের আমেজ। এক এক পার্লার এক এক রকম অফার দিয়ে থাকে এসময়। কিন্তু এবার পহেলা বৈশাখ নিয়েও নেই কোনো প্রস্তুতি। এতে লোকসানের পরিমাণ আরো বাড়ায় হাতাশ পার্লারের মালিকেরা। পার্লার ব্যবসায়ীরা জানান, দেশের এমন পরিস্থিতিতে তারা বিপাকে রয়েছেন। কর্মকর্তা-কর্মচারীদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। যা অনেকের পক্ষে সম্ভব নয়। ১৫ তারিখ থেকেই আমাদের পার্লারগুলো বন্ধ করা হয়েছে। তখন থেকেই কাজ বন্ধ। কর্মকর্তা-কর্মচারীরাও ছুটিতে চলে গেছে। কাজ না থাকলেও তাদের বেতনতো ঠিকই দিতে হচ্ছে। অনেকগুলো বিয়ের অর্ডার ছিল। সব বাদ করা হয়েছে। অর্ডার করতে যে টাকা দিয়েছে সে টাকাগুলো ফেরত দিতে হবে। এছাড়া আমাদের দোকান ভাড়া, প্রতি মাসে একটি ভ্যাট দিতে হয় এটিও দিতে হবে। এমন পরিস্থিতিতে আমাদের এ ভ্যাটটি যদি সরকার মওকুফ করে আমাদের জন্য অনেক উপকার হবে।
নগরীর গোলপাহাড় মোড় এলাকাটি পার্লারের জন্য অতি পরিচিত একটি স্থান। এখানেই রয়েছে ছোট বড় মিলে প্রায় ২০ টি পার্লার। ২য় স্থানে রয়েছে আন্দরকিল্লা। এখানেও বিভিন্ন অলিগলি মিলে রয়েছে আরো প্রায় ২০টি পার্লার। এছাড়া নগরীর চকবাজার, বহদ্দারহাট, ২ নম্বর গেট, খুলশি, আগ্রাবাদসহ নিউ মার্কেট এলাকা মিলে রয়েছে ৫শ’ বেশি পার্লার। শুধু রূপচর্চা জন্য পার্লারই নয় বন্ধ রয়েছে এসব পার্লারের জিম সেক্টরগুলোও।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট