চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইয়াবার তিনশ’ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২০ | ২:৫৬ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচরা এলাকায় ছুরিকাঘাতে মো. নজরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানায়, ইয়াবার পাওনা টাকা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে নজরুলকে ছুরিকাঘাত করে তারেই বন্ধু এমরান হোসেন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম হাটহাজারী উপজেলার সরকারহাট এলাকার সালেহ আহমদের ছেলে। এদিকে, গতকাল শুক্রবার ভোরে অভিযুক্ত এমরান হোসেনকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। ভোরে বায়েজিদের বালুচরার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এমরান হোসেন কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানায়, দুইজনের নগরীর বায়েজিদের বালুচরা এলাকায় বসবাস করেন। তবে দুজনের বয়সের পার্থক্য থাকলেও দুজনেই ভালো বন্ধু হিসেবেই পরিচিত। এর কারণ দুজনেই ইয়াবায় আসক্ত। কিছুদিন আগে এমরান কিছু ইয়াবা নজরুলের কাছে বিক্রি করেন। কিছু টাকা পরিশোধ করলেও আরও তিনশ টাকা পাওয়া ছিল এমরান। তবে নজরুল সে টাকা দিবে বলে দীর্ঘদিন পার করে ফেলেন। বৃহস্পতিবার দুপুরে পাওনা তিনশ টাকা নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে পাশে থাকা একটি ছুরি দিয়ে নজরুলের শরীরে আঘাত করে এমরান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিন্টন সরকার পূর্বকোণকে বলেন, ‘ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ জড়িত এমরান হোসেনকে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে গ্রেপ্তার করে। এমরান ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করার পাশাপাশি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রদান করেছেন। বর্তমানে সে কারাগারে আছে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট