চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনাভাইরাস আতঙ্ক: বান্দরবানে মাঠে নেমেছে সেনাবাহিনী

বান্দরবান প্রতিনিধি

২৪ মার্চ, ২০২০ | ৫:২৫ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পার্বত্য জেলা বান্দরবানে সেনাবাহিনী সদস্যরা কাজ করছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর থেকে টহলের পাশাপাশি লিফলেট বিতরণ ও মাইকিং করে লোকজনকে সচেতন করছেন সেনা সদস্যরা। এছাড়া লোক সমাগম হয় এমন দোকানপাট হোটেল শপিং মল বন্ধ করে দিচ্ছেন তারা। বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে ইতিমধ্যে ৩০০ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের মাঝে বিতরণ করা হয়েছে স্প্রে, গ্লাভস, জ্যাকেট সহ অন্যান্য সরঞ্জাম।

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা জেলা পরিষদ মিলনায়তনে সেচ্ছাসেবকদের এসব সরঞ্জাম বিতরণ করেন। স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেন। জেলা পরিষদের চেয়ারম্যান জানান এসব স্বেচ্ছাসেবক সাতটি উপজেলায় ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নানাভাবে কাজ করবে। এদিকে করোনাভাইরাস আতঙ্কে বান্দরবান শহর এখন অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। সড়কগুলোতে সীমিত আকারে যানবাহন চলাচল করছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এ পর্যন্ত বান্দরবানে ৫০ জন কোয়ারান্টাইন রয়েছে। এদের মধ্যে ৯ জন হাসপাতলে বাকি ৪১ জন হোম কোয়ারান্টাইনে। বিদেশ থেকে আসা ব্যক্তিদের যথাযথ মনিটরিং করা হচ্ছে বলে জেলা প্রশাসক দাউদুল ইসলাম জানিয়েছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট