চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

করোনাভাইরাস : বান্দরবানে কোয়ারান্টাইনেরারের সংখ্যা বেড়ে ৪৮

২৩ মার্চ, ২০২০ | ৯:০২ অপরাহ্ণ

করোনাভাইরাসে পার্বত্য জেলা বান্দরবানে কোয়ারান্টাইনে থাকা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ এ। এদের মধ্যে ৯ জন বিদেশফেরত। এছাড়াও হাসপাতলে বাকি ৩৯ জন হোম কোয়ারান্টাইনে রয়েছেন। তবে এখনো পর্যন্ত আক্রান্ত কোন ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি বলে সিভিল সার্জন ডাক্তার অংশৈ প্রু মারমা জানিয়েছেন।

এদিকে, করোনাভাইরাস আতঙ্কে স্থবির হয়ে পড়েছে পুরো জেলা। বিদেশফেরত কারা এলাকায় আসছে তা তদারকি করছে প্রশাসন। আজ সোমবার শহরের মধ্যম পাড়া এলাকায় বিদেশফেরত শঙ্কর নামের এক ব্যক্তিকে কোয়ারান্টাইন না মানায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এছাড়া বান্দরবানে দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে। আজ সোমবার (২৩ মার্চ) সকালে বান্দরবান বাজারের বিভিন্ন মুদি দোকান, চাউলের দোকানে এই অভিযান পরিচালনা করেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দ্রব্যের মূল্য বেশি রাখা, ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথ সংরক্ষণ না রাখাসহ বিভিন্ন অপরাধে বান্দরবান বাজারের মেসার্স মীম স্টোরকে চার হাজার টাকা, সবুর এন্ড ব্রাদার্সকে পাঁচ হাজার টাকা ও মোবারক স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো.নাজমুল হুদা, সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মিতুন কুমার বড়ুয়া, বান্দরবান বাজার মুদি দোকান ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশসহ মুদি দোকান ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/মিনার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট