চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কমিউনিটি সেন্টার, ক্লাব ও হোটেলে সামাজিক অনুষ্ঠান বন্ধে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২০ | ৮:৫২ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামে জনসমাগম রোধে কমিউনিটি সেন্টার ও ক্লাবগুলোতে সামাজিক অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

আজ বৃহস্পতিবার ( ১৯ মার্চ) সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্লাব, কমিউনিটি সেন্টার মালিকদের ‘কোনো ধরনের অনুষ্ঠানের বুকিং না নেওয়ার অনুরোধ’ জানানো হয়। একইসঙ্গে পূর্বে যারা ১৯ মার্চের থেকে পরবর্তী সময়ের জন্য হল বুকিং দিয়েছেন তারাও কোন ধরণের অনুষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করতে পারবেন না বলে জানিয়েছে সিএমপি’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক জানান, ক্লাব, কমিউনিটি সেন্টারের পাশাপাশি যে সকল হোটেলে সামাজিক অনুষ্ঠান করা হয়ে থাকে তাদের ক্ষেত্রেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বজায় থাকবে।

এর আগে বুধবার পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেক, জাম্বুরি পার্ক, চকরিয়া সাফারি পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থানে  জনসমাগম না করার জন্য অনুরোধ জানানো হয় চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে ।

 

 

পূর্বকোণ/ -এস

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট