চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাহাড় কাটার অভিযোগে চবি-কে ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, চবি

৯ মার্চ, ২০২০ | ৯:৩৯ অপরাহ্ণ

পাহাড় কাটার অভিযোগে চবি প্রশাসনকে ৯ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার (৯ মার্চ) পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ তথ্য জানান।
সোমবার অনুষ্ঠিত এ শুনানিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরর পক্ষে অংশ নিয়েছিলেন ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী ও নিরাপত্তা প্রধান মো.বজল হক, শেরে বাংলা ফার্নিচার মার্টের স্বত্ত্বাধিকারী মো. বজল, মেসার্স হানিফ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. হানিফ এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ।
মোয়াজ্জম হোসাইন জানান, পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৫ এর ধারা ৭ ও ১২ অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধন হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৯ লাখ ৫ হাজার টাকা, হাটহাজারীর শেরে বাংলা ফার্নিচার মার্ট ও মেসার্স হানিফ এন্টারপ্রাইজকে এক লাখ ৬০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আগামী সাত কার্য দিবসের মধ্যের এই জরিমানা পরিশোধ করতে, পাহাড়ের পূর্বের অবস্থা ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে উন্নয়ন কর্মকান্ডের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ ও এ অপরাধ না করার অঙ্গীকার নামা দাখিলের নির্দেশও দেওয়া হচ্ছে।

পূর্বকোণ/-এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট