চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৩ করাতকল উচ্ছেদ, বিপুল পরিমাণ কাঠ জব্দ 

কক্সবাজার সংবাদদাতা

১ মার্চ, ২০২০ | ১১:১০ অপরাহ্ণ

কক্সবাজারে দক্ষিণ বন বিভাগের উখিয়ার রত্নাপালং ও কোটবাজারে অভিযান চালিয়ে ৩টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ সেগুন ও গর্জন কাঠ জব্দ করা হয়। আজ রবিবার (১ মার্চ) দুপুরে উখিয়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে বন বিভাগ, পুলিশ ও এপিবিএন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারি বন সংরক্ষক কাজি তারিকুর রহমান জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে গত মাসেও উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের পালংখালী বাজার থেকে পাঁচটি করাতকল উচ্ছেদ করা হয়। এসব করাতকল মালিকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো হুমায়ুন কবির বলেন, বনাঞ্চল রক্ষায় অবৈধ সব করাতকল উচ্ছেদ করা হবে। এই অভিযান সামনে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্বকোণ/আরাফাত-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট