চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লালখান বাজারে দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ১:২১ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজার দুইটি বেকারিকে ক্ষতিকর রং ও পচা বাসি উপকরণ দিয়ে খাবার তৈরির অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সম্প্রতি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায় ফ্রেন্ডশিপ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামক বেকারিতে ক্ষতিকর রং দিয়ে খাবারের পণ্য তৈরি হচ্ছিল। একই অভিযানে নিউ সুইটস কেয়ার বেকারিকে লাইসেন্স ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট ও কেকসহ খাদ্য পণ্য উৎপাদন করছে। এসময় ভেজাল ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদনের দায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুযায়ী ফ্রেন্ডশিপ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা ও নিউ সুইটস কেয়ার বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট