চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সংবাদ সম্মেলনে রেজিস্ট্রার কর্নেল (অব.) কাশেম ছাত্ররাজনীতি নিষিদ্ধ আইআইইউসিতে

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-

১১ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:০৫ পূর্বাহ্ণ

সীতাকু-ের কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয়ে (আইআইইউসি) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে সকল প্রকার মিছিল, মিটিং, সভা-সমাবেশ ও র‌্যাগিং সম্পূর্ণরুপে বন্ধ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মুহাম্মদ কাশেম পিএসসিআর এ বিবৃতি প্রদান করেন। তিনি বলেন, বেসরকারি বিশ^বিদ্যালয়গুলোর মধ্যে সারাদেশে আইআইইউসির অবস্থান ৫ম এবং চট্টগ্রামে এর অবস্থান প্রথম। এই বিশ^বিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করে বহু ছাত্র দেশ-বিদেশে সুনামের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ১৯৯৫ সালে যাত্রার পর থেকে এটির অগ্রগতি ছিলো ঈর্ষণীয়। কখনোই এটি বন্ধ থাকেনি অথবা সেশনজট হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ^বিদ্যালয়ের কিছু ছাত্র দেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী দেশের ঐতিহ্যবাহী একটি ছাত্র সংগঠনের নামে বিভিন্ন অন্যায় কর্মকা- শুরু করে। এসব কারণে বাধ্য হয়ে গত ২৯ জানুয়ারি বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সভার মাধ্যমে আবাসিক হলসমূহ এবং শ্রেণি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং ৮ ফেব্রুয়ারি ২২৯তম সিন্ডিকেট সভার মাধ্যমে বিশ^বিদ্যালয় আইন-২০১০ এর ধারা-১৮ এবং ধারা-৩৭ অনুযায়ী আইআইইউসিতে সকল রকম রাজনৈতিক কর্মকা-, র‌্যাগিং সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা খোন্দকার মোশতাক আহমদের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ট্রেজারার ড. আবদুল হামিদ চৌধুরী, সাইন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. দেলোয়ার হোসাইন, আর্টস ফ্যাকাল্টির ডিন ড. রিয়াজ মাহমুদ, প্রক্টর মুস্তফা মুনীর উদ্দিন, প্রফেসর মুহম্মদ নাজমুল হক নদভী প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট