চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গাড়ির হর্ন ও মাইকের আওয়াজ শব্দদূষণে অতিষ্ঠ সন্দ্বীপের এসএসসি পরীক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, সন্দ্বীপ

১০ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৫৩ পূর্বাহ্ণ

গাড়ীর হর্ন ও মাইকের আওয়াজে অতিষ্ঠ হয়ে পড়ছে সন্দ্বীপের এসএসসি পরীক্ষার্থীরা। বিভিন্ন মাধ্যমে শব্দ দূষণের কারণে পরীক্ষায় অমনোযোগী হয়ে পড়ছে বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীরা। এতে পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশসহ পরীক্ষা চলাকালীন সময়ে সব ধরনের শব্দ দূষণ বন্ধের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীদের অভিভাবকরা।

সন্দ্বীপ উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা ৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষার কেন্দ্র স্কুলগুলো বিভিন্ন হাটবাজারের গুরুত্বপূর্ণ সড়কের পাশ ঘেঁষে অবস্থিত। এতে যানচলাচলের সময় মোটরসাইকেল, ট্রাক, ট্রলি ও ট্যাক্সিসহ বিভিন্ন ছোট বড় গাড়ির হর্ন সরাসরি পরীক্ষার্থীদের মনোযোগ বিঘœ করে। পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকলেও পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন প্রচারণা মাইকের শব্দ দূষণ অনেক দূর থেকে পরীক্ষার্থীদের অতিষ্ঠ করে তোলে। এতে পরীক্ষার কক্ষে লেখার মনোযোগ নষ্ট হওয়া ছাড়াও অনেক পরীক্ষার্থীর মাথাব্যথা দেখা দেয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট