চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রেডিসন ব্লুতে “এডভান্সড লিভার ডিজিস ম্যানেজমেন্ট” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম এন্ডোস্কপিক সোসাইটির উদ্যোগে এবং ভারতের হায়দ্রাবাদের যশোধা হসপিটালস’র সহযোগিতায় “এডভান্সড লিভার ডিজিস ম্যানেজমেন্ট” শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নগরীর রেডিসন ব্লু-বে ভিউ এর মেঘলা হলে এ সেমিনার অুনষ্ঠিত হয়। সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. আব্দুল কাদির এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের প্রখ্যাত লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ও যশোধা ইনস্টিটিউট অফ লিভার ট্রান্সপ্লান্ট এন্ড হেপাটোবিলিয়ারি ডিজিসেসর পরিচালক (লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি) প্রফেসর ডা. পি বালা চন্দ্র মেনন। সোসাইটির সাধারণ সম্পাদক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোস্তফা নূর মহসিন’র সঞ্চালনায় লিভার ডিসিজেস ব্যবস্থাপনার উপর সাম্প্রতিক বিষয়াদি নিয়ে বিশদ আলোচনা হয়। সেমিনার এ সোসাইটির পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন সাহেদ চৌধুরী। সেমিনারে যশোধা হসপিটালস এর অত্যাধুনিক প্রযুক্তি ও সুযোগ সুবিধাসমূহ উপস্থাপন করেন যশোধা হসপিটালসের ভাইস প্রেসিডেন্ট ফাগুন গোরকান্তি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট