টেকনাফ-কক্সবাজার মহাসড়কে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে তল্লাশি করে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ দুইজন আসামি এবং যাত্রীবাহী একটি বাস আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
আটকরা হলেন- টেকনাফ পাল্লান পাড়া মৃত হাছন আলীর ছেলে বাসের ড্রাইভার শাকের মিয়া (৪২) এবং পুরান পাল্লান পাড়া সফি উল্লাহর ছেলে বাসের হেল্পার আবদুর রহমান (২০)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, টেকনাফ হতে কক্সবাজারগামী পায়রা সার্ভিস নামে একটি সিভিল বাস হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিডি-১০৯০ ডগ ক্যালভিন (নারকোটিক্স, পুরুষ, ল্যাব্রাডর) সাথের ক-৯ সদস্য দিয়ে তল্লাশি চালায়।
তল্লাশিকালে বাসচালকের পায়ের কাছে বারবার সংকেত দেয়। উক্ত স্থানে তল্লাশি করার পরে কালো ট্যাপে প্যাচানো ছোট ৫টি পোটলা উদ্ধার করা হয়। পরবর্তীতে চালক ও সহকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত পোটলায় ইয়াবা বহন করছিল এবং কক্সবাজারে নিয়ে অধিক লাভে বিক্রয় করবে বলে স্বীকার করে।
উদ্ধারকৃত পোটলা গণনা করে ৯ হাজার ৮০০ ইয়াবা পাওয়া যায়। আটক আসামি ও জব্দকৃত ইয়াবা ও যাত্রীবাহী সিভিল বাস মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ