চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, কাপ্তাই 

১৫ জুন, ২০২৫ | ২:৫৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম রাইখালী ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান মংক্য মারমা।

স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ৯-১০ জনের অস্ত্রধারী জেএসএস মূল দলের সমর্থিত একটি গ্রুপ ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুল হাকিম।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট