চট্টগ্রাম মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে বিএনপি কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বান্দরবান প্রতিনিধি

৯ এপ্রিল, ২০২৫ | ২:০১ অপরাহ্ণ

বান্দরবানে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।

 

বুধবার (৯ এপ্রিল) সকালে শহরের আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্ত মঞ্চের সামনে জেলা বিএনপির নেতা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন তুষার। বক্তব্য রাখেন বিএনপি নেতা আবেদুর রহমান, রিটল বিশ্বাস, সরওয়ার জামান, মো. শফিউল্লাহ প্রমুখ।

 

সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপি কার্যালয়ে হামলাকারী আওয়ামী নেতাকর্মীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। উল্লেখ্য, সোমবার রাত ৩টার দিকে বান্দরবান শহরের বালাঘাটা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট