চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

অবৈধভাবে বালু বিক্রি করায় ৩ লাখ টাকা জরিমানা

কর্ণফুলী সংবাদদাতা

১২ মে, ২০২৪ | ৮:৪৮ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলায় ভেল্লাপাড়া শিকলবাহা খাল এলাকায় অবৈধ বালু বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (১২ মে) বিকেলে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে এলবি এন্টারপ্রাইজের মালিক প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া, ফতে আলী শাহ এন্টারপ্রাইজের মালিক নুরুল ইসলাম ও সরওয়ার করপোরেশনের মালিক আবু শাহাদাত থেকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় দুইটি স্কেভেটর ও ১ লাখ ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী বলেন, ইজারাগ্রহীতা কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান উত্তোলিত বালু বা মাটি সংশ্লিষ্ট মালিক বা আইনানুগ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অনুমতি ব্যতীত স্থানীয় জনগণের জায়গায় ও সরকারের জমিতে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের মাঠ, আঙ্গিনা, জায়গায় স্তূপ আকারে রাখতে পারবেন না। কিন্তু ভেল্লাপাড়ার বালু সেন্টারগুলোতে এ নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যবসা পরিচালনা করায় সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বালু ও জব্দকৃত দুইটি স্কেভেটর স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়।

 

 

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট