কক্সবাজারের টেকনাফ পৌরসভার বার্মিজ মার্কেটে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ও মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উপরের বাজার এলাকার বার্মিজ মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার ৬ জুলাই দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উপরের বাজার এলাকার বার্মিজ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবির একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। তাদের পাশাপাশি স্থানীয় লোকজন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, এই মার্কেটে কাপড়, জুতা-স্যান্ডেল, কসমেটিক্স, কম্বল, আচার ও মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর দোকান-পাট ছিল। মার্কেটে ১৫০টি দোকানের মধ্যে ১০৪টির মত দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বার্মিজ মার্কেট ব্যবসায়ী সংগঠনের সভাপতি আব্বাস উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার ৬ জুলাই রাত ২টার দিকে বামিজ মার্কেটের কেন্দ্রীয় বিষ্ণু মন্দির সংলগ্ন একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এই মার্কেটে কাপড়, জুতা-স্যান্ডেল, কসমেটিক্স, কম্বল, আচার ও মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর দোকান-পাট ছিল। মার্কেটের ১৫০টি দোকানের মধ্যে ১০৪টির মত দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে ব্যবসায়ীদের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে’।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আলমগীর বলেন, ‘আমার দোকানের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কোনো জিনিসপত্র বের করা সম্ভবও হয়নি। কোরবানির আগে টাকা ধার নিয়ে বেশ কিছু মালামাল উঠানো হয়েছিল তার অধিকাংশই পুড়ে গেছে’।
বার্মিজ মার্কেট ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কয়েক বছর আগেও এ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আগুন নিভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১১ কোটি টাকা ছাড়িয়ে যাবে’।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মুকুল কুমার নাথ বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডে এ মার্কেটের ১০৪টি দোকান পুড়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা টাকার অংকে তাৎক্ষণিক নির্ধারণ করা সম্ভব হয়নি’।
পূর্বকোণ/পিআর/এএইচ