উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এবাদুল্লাহ (৪০) নামের এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। নিহত এবাদুল্লাহ ওই ব্লকের উপ-প্রধান বা সাব মাঝি ছিলেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এদিকে, ভোরে বালুখালী ৮ নম্বর ক্যাম্পে ভোরে সন্ত্রাসীদের গুলিতে কালা মিয়া (৬৫) নামে এক গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় রোহিঙ্গারা উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন বলে ১৪ এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুন অর রশিদ জানান।
গুলিতে আহত কালা মিয়া (৬৫) বালুখালী ক্যাম্পের আশরাফ আলীর ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে এবাদুল্লাহকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে বালুখালীতে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা আহত হয়েছেন।
পূর্বকোণ/পিআর/এএইচ