চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় দেশীয় অস্ত্র ও গুলিসহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

৪ জুলাই, ২০২৩ | ৬:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন হত্যা ও পুলিশ এসল্ট মামলার আসামিসহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এসময় ১টি দেশীয় ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

১৩ নম্বর ক্যাম্পের ই/৩ ব্লকের আব্দু মাবুদের দোকানঘর ও ক্যাম্প-১৩ এর ডি/২ ব্লকে আক্তার হোসেনের বসতঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ১৩ নম্বর ক্যাম্পের মোহাম্মদ কাসিম এর ছেলে মহিবউল্লাহ (২৮), আজিজ উল্লাহর ছেলে রহিম আলী (৩৮), নুরুল হকের ছেলে আয়াত উল্লাহ (২০) ও নুর আলমের ছেলে আক্তার হোসেন (২৭)।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (ইন্টেলিজেন্স এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ।

তিনি জানান, গত রোববার রাত থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তারকৃত আক্তার হোসেনের নামে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ক্যাম্প এলাকায় অপরাধ দমনে ৮ এপিবিএনের নিয়মিত অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

 

পূর্বকোণ/কায়সার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট