কক্সবাজারের চকরিয়ায় মাদক খুঁজতে গিয়ে অস্ত্রসহ মো. রেজাউল করিম জনি(২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জুলাই) ভোর পৌনে ৫ টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাংলোপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে। মামলা দায়ের করে আজ বিকাল ৪টায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব সরকার। তিনি বলেন, ডুলাহাজারার বাংলোপাড়ায় মাদক বেচাকেনার খবর পেয়ে অভিযানে যায় থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম সারোয়ারের নেতৃত্বে একদল পুলিশ। অভিযানকালে আব্দুল গণির সেমিপাকা ঘরে তল্লাশি চালিয়ে মাদক না পেলেও উদ্ধার হয় একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), একটি তলোয়ার, একটি চাপাতি, একটি ছোরা, এক রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি সবুজ রঙের কার্তুজ। এ সময় গ্রেপ্তার করা হয় রেজাউল করিম জনিকে।
পূর্বকোণ/জাহেদ/এএইচ