চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে ৫ একর সরকারি জায়গা উদ্ধার

কাপ্তাই সংবাদদাতা

১০ জুন, ২০২৩ | ৪:৫৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে আগর বাগানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৫ একর সরকারি জায়গা উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১০ জুন) ভোর ৬টায় কাপ্তাই কামিল্যাছড়ি আগর বাগানে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

 

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের কামিল্যাছড়ি বিটের বন বিভাগের জায়গায় আগর বাগন পুড়ে দুর্বৃত্তরা অবৈধ স্থাপনা গড়ে তুলে। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৫ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।

 

তিনি আরও জানান, সম্প্রতি জবর দখলকারীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। নতুন করে আরও একটি মামলা করা হবে। দখলমুক্ত জায়গায় নতুন করে বাগান সৃজন করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট