চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে সাপের কামড়ে শিক্ষিকার মৃত্যু

বাঁশখালী সংবাদদাতা

২১ মে, ২০২৩ | ২:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে সাপের কামড়ে নাসরিন সুলতানা (৩৩) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বাহারছাড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত স্কুলশিক্ষিকা বাহারছাড়া ইউনিয়নের চাপাছড়ি এলাকার মোহাম্মদ নুরুল আমিনের স্ত্রী। তিনি পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। নিহত স্কুলশিক্ষিকার স্বামীও একই স্কুলের সহকারী শিক্ষক। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

নুরুল আমিন জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে মুরগি রাখার ঘরের দরজা বন্ধ করতে যায় আমার স্ত্রী। এসময় একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দেয়। এসময় তিনি চিৎকার দিয়ে লাফ দেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট