চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কাপ্তাই সংবাদদাতা

৪ এপ্রিল, ২০২৩ | ২:৩৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে বাল্য বিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ইউএনও বাল্য বিবাহ অভিযোগ পেয়ে মা-মেয়েকে ডেকে এনে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কাপ্তাই মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সুপার ছালে আহমেদ সেলিম জানান, সোমবার বিকেল ৫টায় ইউএনও’র স্যারের কাছে খবর আসে শিলছড়ি হাজিরটেক এলাকায় একটি বাল্য বিবাহের প্রস্ততি চলছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় বিয়ে ঠিক হয়েছে। তার বাবা ও মা মিলে মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। তাৎক্ষণিক কাপ্তাই থানার পুলিশের সহযোগিতায় বিয়ের আয়োজন বন্ধ করা হয়।

ইউএনও রুমন দে’ জানান, বিশেষ সূত্রে জানতে পারি শিলছড়িতে নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তার অভিভাবক। পরবর্তীতে বিষয়টি কাপ্তাই থানা পুলিশ এবং মহিলাবিষয়ক কর্মকর্তাকে অবহিত করা হয়। এক পর্যায়ে অভিভাবকদের মুচলেকা দিয়ে বাল্যবিবাহটি বন্ধ করে দেওয়া হয়।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট