চট্টগ্রাম শনিবার, ১১ মে, ২০২৪

হালদায় মিলল ২০ কেজির মরা বোয়াল

রাউজান সংবাদদাতা

৩০ মার্চ, ২০২৩ | ১১:৪৯ অপরাহ্ণ

দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর রাউজান পয়েন্ট থেকে ২০ কেজি ওজনের একটি মরা বোয়ালমাছ উদ্ধার হয়েছে। মাছটি আঘাতপ্রাপ্ত হয়ে মারা যেতে পারে বলে ধারণা করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৩টায় নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া আজিমেরঘাট এলাকা থেকে উদ্ধারের পর সন্ধ্যার আগে মাটিচাপা দেয়া হয় মাছটি।

হালদা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. রওশনগীর বলেন, ‘আমি নদী পাড়ের নিজের দোকানে বসা ছিলাম। ওইসময় জোয়ারে ভেসে সর্তারঘাটমুখী একটি ভাসমান মৃত বোয়ালমাছ দেখতে পাই। এরপর স্থানীয়দের সহায়তায় মাছটি পাড়ে তুলি। মাছটির ওজন প্রায় ২০ কেজি। মাছটি একটু নরম হয়ে গেছে। পচন ধরছে। এটির নাভির উপরে আঘাত আছে। আঘাতপ্রাপ্ত হয়ে মাছটি হয়তো মারা গেছে।

পরে রাউজান উপজেলা প্রশাসন ও হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়ার কিবরিয়ার পরামর্শে মাটিচাপা দেয়া হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ শিকদার হালদা নদী থেকে মৃত বোয়ালমাছ উদ্ধারের কথা স্বীকার করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন ‘বোয়ারমাছ হালদার টার্গেট ফিস নয়, তবে এটি মাটি চাপা দিতে বলেছি।’

উল্লেখ্য, মাস দুয়েকের মধ্যে হালদায় মা মাছ ডিম ছাড়তে পারে।

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট