চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চকরিয়ায় ৫টি দোকানে আগুন : ১৫ লাখ টাকার ক্ষতি

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

২৬ জানুয়ারি, ২০২৩ | ১০:৩৮ অপরাহ্ণ

চকরিয়া উপজেলার পৌর শহরের চকরিয়া সরকারি হাসপাতাল সড়কের নিকটে দুলাল সেন্টারের পেছনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ঘর পুড়ে গেছে। এতে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, চকরিয়া সরকারি হাসপাতালের সাথে লাগোয়া দুলাল সেন্টার পেছনে স্টার কুলিং কর্নারের কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তের মধ্যে আগুনের শিখা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে ১ টি ফার্নিচারের দোকান, সিএনজি সমিতির অফিস, হোটল শাহ ওমর ও ফোর স্টার হোটেলের কারখানাসহ ৫টি দোকান ঘর পুড়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ অর্থসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম ও  চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট