চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বুধবার থেকে সপ্তাহখানেক বৃষ্টির আভাস
ফাইল ছবি

বুধবার থেকে সপ্তাহখানেক বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

৯ জুন, ২০২৫ | ৯:৪০ অপরাহ্ণ

দেশের বেশিরভাগ অঞ্চলে বয়ে চলা তাপপ্রবাহের মধ্যেই বুধবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সোমবার সংবাদ মাধ্যমকে বলেন, “বুধবার থেকে ১৯ তারিখ পর্যন্ত প্রতিদিন এক পশলা, দুই পশলা বৃষ্টি থাকবে। মাঝেমধ্যে রোদও থাকবে।”

 

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

এদিন সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ ২৪ মিলিমিটার বৃষ্টি ঝরেছে চট্টগ্রামের আমবাগানে। এছাড়া দুয়েক জায়গায় কম-বেশি বৃষ্টি হয়েছে। রোববার রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। সেদিন দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, খুলনার কয়রা এবং কুড়িগ্রামের রাজারহাটে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

বুধবার থেকে দাবদাহের বিস্তার কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মল্লিক। তিনি বলেন, “বিচ্ছিন্নভাবে আরও দুয়েক দিন থাকতে পারে। ১১ তারিখ থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস এসেছে পূর্বাভাসে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট