গত কয়েকদিন ধরে দেশজুড়ে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে মেঘের আড়ালেই রয়েছে সূর্য। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও সর্বোচ্চ ২০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগেই ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শনিবার (৩১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এই সময়ে অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারি বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ২০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে চট্টগ্রামে ৮২ মিলিমিটার ছাড়াও ময়মনসিংহে ৭৬, নেত্রকোণায় ৬২, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৯, ফরিদপুরে ৪০, রাঙামাটি ও কিশোরগঞ্জের নিক্লিতে ৩৫, ঢাকায় ৩১ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে শেষদিকে তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বকোণ/জেইউ/পারভেজ