নিম্নচাপটি বর্তমানে লঘুচাপে পরিণত হওয়ায় ঝড়ের আশঙ্কা কেটে গেছে। ফলে সকল সমুদ্রবন্দর থেকে তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি, গভীর সাগরে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোর জন্যও কোনো নিষেধাজ্ঞা নেই। তবে দেশের নদীবন্দরগুলোতে এখনো এক নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।
শনিবার (৩১ মে) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সময় সংবাদকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত কয়েকদিন ধরে গভীর নিম্নচাপের প্রভাবে অতিভারী বর্ষণ চাপ আজকে কমে গেছে। বর্তমানে নিম্নচাপটি লঘুচাপ আকারে আসাম এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাব বঙ্গোপসাগরে নেই। ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্রবন্দরের ওপর থাকা সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এদিকে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বকোণ/পিআর