চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাগরে নিম্নচাপ, বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৪ | ২:১৩ অপরাহ্ণ

সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বৃহস্পতিবার থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘূণিভূত হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি বাংলাদেশের দিকে আসবে না, উত্তর ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার দিকে প্রবাহিত হবে।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। নিম্নচাপের প্রভাবে দেশের প্রায় সবখানেই বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

আগামী বুধবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

 

আবহাওয়া কর্মকর্তা বলেন, শীত ও কুয়াশা ধীরে ধীরে বাড়বে। ডিসেম্বরে শুরুতেই তীব্র শীত পড়বে এই এলাকায়। আর ডিসেম্বরের শেষ ও জানুয়ারি থেকে শুরু হবে শৈতপ্রবাহ।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন