চট্টগ্রাম সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চলতি সপ্তাহে আরো কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৪ | ১২:২৩ অপরাহ্ণ

আগামী পাঁচদিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অফিস জানায়, আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

এদিকে, চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সে সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা বিরাজ করতে পারে। এছাড়া, রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

 

পূর্বাভাসে আরো বলা হয়, উত্তর/উত্তর-পূর্ব দিক হতে ও অস্থায়ীভাবে উত্তর/উত্তর-পশ্চিম দিক হতে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

 

তাপমাত্রা : গতকাল চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন  তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

সূর্যোদয় ও সূর্যাস্ত : আজ সূর্যোদয় হবে ভোর ৬টা ৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৮ মিনিটে।

 

জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে রাত ২টা ৩৮ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ৯টা ৩২ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে দুপুর ৩টা ৯ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ৯টা ৩২ মিনিটে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন