চট্টগ্রামের রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বসতঘরে আগুন লেগেছে। এতে ৪টি বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জানালীহাট লেদু সওদাগর বাড়ি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ নজরুল ইসলাম। তিনি বলেন, আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় কাউন্সিলর শওকত হাসান বলেন, গতকাল সন্ধ্যায় লেদু সওদাগর বাড়ি এলাকায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। এতে চারটি ঘর পুড়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন এসে ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
পূর্বকোণ/আরডি/এএইচ