চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঘরোয়া ক্রিকেটে নতুন পদ্ধতি আসছে, জানালেন নান্নু

অনলাইন ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৯ | ১২:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেট নিয়ে নতুন করে ভাবনার ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক ও কুমিল্লা ওয়ারিয়র্সের টেকনিক্যাল এডভাইজার মিনহাজুল আবেদীন নান্নু। কিন্তু কী সেই পরিকল্পনা? তিনি জানান ঘরোয়া ক্রিকেট নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসছে মৌসুম থেকেই নাকি দীর্ঘ পরিসরের ক্রিকেটে নতুনত্ব দেখা যাবে। তবে সংবাদমাধ্যমের সামনে সেটি আর খোলাসা করলেন না মিনহাজুল। শুধু এতটুকু বললেন,‘ সামনের বিসিএল থেকেই দেখতে পাবেন আমরা কি পরিকল্পনা করছি দীর্ঘ পরিসরের (লঙ্গার ভার্সন) ক্রিকেটের জন্য। আগামী এনসিএলেও দেখবেন নতুন পরিকল্পনা আমরা শুরু করছি।’

বাংলাদেশে এখন ঘরোয়া ক্রিকেটে পাঁচটি টুর্নামেন্ট হচ্ছে। এর মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগে শুধু ওয়ানডেই খেলা হয়। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলা হয় চার দিনের ম্যাচ। জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) চার দিনের ম্যাচই খেলা হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হয় টি-টোয়েন্টি সংস্করণ।

জানা গেছে, আগের ফর্মুলায় ফিরে যাওয়ার কথা ভাবছে বোর্ড। অর্থাৎ চার দিনের ম্যাচের পরের দিন ওয়ানডে খেলার কথা আলোচনায় উঠে এসেছে। প্রধান নির্বাচক অবশ্য পুরোনো পদ্ধতিতে ফিরে যাওয়ার কথা সরাসরি বলেননি। তবে তিনি ক্রিকেটারদের ফিটনেসের ওপর গুরুত্ব দিয়েছেন। মিনহাজুল বলেন,‘ খেলোয়াড়দের পারফরম্যান্সের মূল্যায়ন প্রত্যেক ক্ষেত্রেই করা হবে।ফিটনেসও বাড়াতে হবে। অন্যান্য টেস্ট খেলুড়ে দেশের চেয়ে ফিটনেসে আমরা পিছিয়ে আছি এখনো। এই ফিটনেস লেভেল আরো ওপরে নিতে পারলে এমনিতেই পারফরম্যান্সের মান বেড়ে যাবে।’ বঙ্গবন্ধু বিপিএলে যারা ভালো খেলছে তাদের দিকেও নজর রাখা হচ্ছে। বেশ কয়েক জন তরুণ দুর্দান্ত খেলছেন। এ নিয়ে মিনহাজুলের বক্তব্য,‘ বিপিএলে যেসব তরুণ খেলোয়াড় পারফর্ম করছেন তারা অবশ্যই নজরে আছে। দেখা যাক অর্ধেক টুর্নামেন্ট গেলে বলতে পারব খেলোয়াড়দের স্থিতি কতটুকু।’ এরপরই তিনি যোগ করলেন, ‘ একটা দেশকে প্রতিনিধিত্ব করা এবং অন্য দেশের সঙ্গে খেলা অন্য ব্যাপার। আপনি দেখবেন যে ঘরোয়া ক্রিকেটে অনেকের পারফরম্যান্স অনেক উঁচুতে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আসলে সে আর পারফরম করতে পারে না। তাই অনেক কিছু বিবেচনা করে দল গঠন করতে হয়।’

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট