চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজয় দিবস সেপাক টাকরো টুর্নামেন্ট সম্পন্ন

২৩ ডিসেম্বর, ২০১৯ | ৫:৫৩ পূর্বাহ্ণ

চান্দগাঁও স্পোর্টস একাডেমির আয়োজনে বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহযোগিতায় চিটাগাং কম্পিউটার ট্রেনিং সেন্টারের সহযোগিতায় বিজয় দিবস সেপাক টাকরো টুর্নামেন্ট চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি বি-ব্লক ক্রীড়া কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে। ৭ জন বীরশ্রেষ্ঠের নামে ৭টি দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনালে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর দল ২-০ সেটে বীরশ্রেষ্ঠ রহুল আমিন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন দল রানার্স আপ এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দল ও মু্িন্স আবদুর রব দল যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে। সেরা খেলোয়াড় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর দলের ইয়াকুব আলী। রাকিবুল ইসলাম পলাশের সঞ্চালনায়, চান্দগাঁও স্পোর্টস একাডেমির সভাপতি নিজাম উদ্দিন নিজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ ও ক্রীড়া সংগঠক গোলাম মহিউদ্দিন বাবুল। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়শনের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ লুৎফুল করিম সোহেল, মোহাম্মদ জিয়াউর রহমান স্পনসর প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ জিহাদ। রেফারির দায়িত্ব পালন করেন সাব্বির ও আকাশ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট