চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আইসিসি অনুমোদন দিচ্ছে না আলাদা সিরিজ খেলবে তিন মোড়ল

স্পোর্টস ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৯ | ৫:৫৩ পূর্বাহ্ণ

ক্রিকেট দুনিয়ায় সব থেকে শক্তিধর ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তারপরেই আছে আরও দুইটি স্বনামধন্য ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল’কে (আইসিসি) সব সময়ই যেন নাকে দড়ি দিয়ে ঘোরায় এই তিন মোড়ল। এক নামে যাদের পুরো ক্রিকেট বিশ্বে পরিচিত ‘বিগ থ্রি’ নামেই। বিভিন্ন সময়ে নানান কারণে বিতর্কিত ক্রিকেটের এই ‘বিগ থ্রি’। এবার নতুন করে আবারও যেন সে আগুনে ঘি ঢেলে দিল এই তিন মোড়ল। নিজেদের জন্য আলাদা টুর্নামেন্ট চায় ক্রিকেটের তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। আইসিসির কাছে বার্ষিক এই টুর্নামেন্টের জন্য প্রস্তাব পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু সেই টুর্নামেন্ট তিন দেশীয় না হয়ে হবে চার দেশের মধ্যে আয়োজন করতে আগ্রহী জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, সচিব জে শাহ এবং কোষাধ্যক্ষ অরুণ ধুমাল গত সপ্তাহে লন্ডন সফরকালে ইসিবি প্রতিনিধিদের সাথে সাক্ষাত করেছেন এবং এই টুর্নামেন্টের পরিকল্পনার বিষয়েও আলোচনা করেছেন। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সিইও কেভিন রবার্টসের আগামী মাসে ভারত সফরে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে আর এখানেই যতো জল্পনা কল্পনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে এই সিরিজের প্রথমটি আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে। তবে তিন মোড়ল প্রতি বছর এই সিরিজ আয়োজনের বিরোধিতা করছে আইসিসি। চার দেশীয় এই সিরিজের বিপক্ষে আইসিসির অবস্থানের কারণ দ্বিপাক্ষিক সিরিজ বেশি খেললে তাদের কোষাগারে বেশি অর্থ জমা হবে। আর চার জাতি সিরিজ হলে সে অর্থের পরিমাণ কমে আসবে অনেকাংশে। তবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি অনুমোদন না দিলেও এই সিরিজ আয়োজন করতে প্রস্তুত তিন মোড়ল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট