চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লক্ষ্মীপুর জেলার কাছে হেরে গেছে চট্টগ্রাম

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০১৯ | ৫:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে চট্টগ্রাম জেলা দল। গতকাল নোয়াখালী জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের এ খেলায় চট্টগ্রাম জেলা ৮ উইকেটে লক্ষীপুর জেলার কাছে হেরে গেছে। প্রথমে ব্যাট করে টস জয়ী চট্টগ্রাম ৪৪.২ ওভারে ৯৬ রানে অল-আউট হয়। জবাবে লক্ষীপুর জেলা ৩০.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় (১০০) নিশ্চিত করে। চট্টগ্রামের ইনিংসে মাত্র ৩ জন, তালহা জুবায়ের (১৯/২চার), শেখ মোহাম্মদ মেহেদি (১৬/ ২চার) ও আহনাফ খান (১৬/২চার) ছাড়া বাকি ৮ জনের রান ছিল এক অংকের। অতিরিক্ত খাতে ১৭ রান যোগ হয়। লক্ষীপুর জেলার সফল বোলার মো, ইব্রাহীম ২২ রানে ৪ উইকেট এবং ইয়াছিন আরাফাত ৩৩ রানে ২ উইকেট দখল করেন। এছাড়া আশরাফুল আলম ৬, আব্দুল্লাহ আলী ৬ ও শাহারিয়ার হোসাইন ১৫ রানে প্রত্যেকে ১টি করে উইকেট দখল করেন। ১০০ রানের লক্ষে খেলতে নেমে শাহারিয়ার মুজিব (অপ: ৩৮/ ৮চার) ও আবির হোসেন (অপ: ২৫/৪ চার)-এর ব্যাটিং-এর উপর ভর করে সহজ জয় আদায় করে নেয় লক্ষীপুর জেলা। দলের ইনিংসে অতিরিক্ত খাতে ২০ রান যোগ হয়। চট্টগ্রাম জেলার আব্দুল্লাহ হানিফ ১৪ ও ফারদিন নুর ২২ রানে ১টি করে উইকেট নেন। চট্টগ্রাম জেলা আগামী ২৪ ডিসেম্বর কুমিল্লা এবং ২৭ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বান্দরবান জেলা বিরুদ্ধে খেলবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট