চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০১৯ | ২:১৩ পূর্বাহ্ণ

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুবর রহমানের বিরুদ্ধে উস্কানি মূলক তথ্য দেয়ায় রবিউল আলম (২৮) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। রবিউল বাঁশখালী থানার পূঁইছড়ি ইউনিয়নের পূর্ব পূঁইছড়ি গ্রামের আফলাতুন সিকদার বাড়ির আহমদ হোসেনের ছেলে বলে

জানায় পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর লালদীঘির একটি আবাসিক হোটেল থেকে রবিউলকে আটক করা হয়।

এ সম্পর্কে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন জানান, রবিউল আলম সীতাকু-ের জোড়াআমতল (বারআউলিয়া) এলাকায় অবস্থিত ফোরস্টার শিপিং নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী। সে নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাইবার পার্টির (জাতীয় পার্টির সহযোগী প্রতিষ্ঠান) প্রধান সমন্বয় বলে দাবি করেছে। রবিউল বাঁশখালী থানার পূঁইছড়ি ইউনিয়নের পূর্ব পূঁইছড়ি গ্রামের আফলাতুন সিকদার বাড়ির আহমদ হোসেনের ছেলে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট