চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বার্সা এথলেটিকো ‘শান্তি’ চুক্তি

২৩ অক্টোবর, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

দলের সেরা খেলোয়াড় এন্থনিও গ্রিজম্যানকে হারিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে অভিযোগ জানিয়েছিল এথলেটিকো মাদ্রিদ। তারই ধারাবাহিকতায় বার্সেলোনার বিরুদ্ধে মামলাও করে। তদন্ত শেষে লা লিগা বার্সেলোনাকে জরিমানা করে মাত্র ৩০০ ইউরো। এতেই ক্ষেপে যায় এথলেটিকো। এরপর সুইজারল্যান্ডের স্পোর্টস ভিত্তিক আদালতে যাওয়ার কথা জানিয়েছিল তারা। কিন্তু বড় কিছু ঘটার আগে ‘শান্তি’ চুক্তি করে ফেলেছে দুদল। বড় অঙ্কের অর্থের বিনিময়েই এই চুক্তি করেছে দু’পক্ষ। স্প্যানিশ দৈনিক ডন ব্যালন জানাচ্ছে, নতুন ‘শান্তি’ চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত এথলেটিকোকে ১৫ মিলিয়ন ইউরো অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪২ কোটি টাকা দিয়েছে বার্সেলোনা। এছাড়াও এই চুক্তিতে এথলেটিকোর পাঁচ ফুটবলারকে সবার আগে কিনতে পারবে বার্সেলোনা এই তালিকায় সাউল নিগুয়েজ এবং জিমিনেজও আছেন। লা লিগা কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল তারা ইচ্ছা করলেই গ্রিজম্যানের বার্সেলোনায় খেলার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তবে দুই ক্লাবের মধ্যকার ‘শান্তি’ চুক্তির পর আর সেই ব্যবস্থা গ্রহণ করবে না লা লিগা।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট