চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ক্রিকেটারদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ কোয়াবের

২৩ অক্টোবর, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

ধর্মঘটে যাওয়া ক্রিকেটারদের অভিযোগ, খেলোয়াড়দের সংস্থা কোয়াবের সমর্থন কখনোই পান না তাঁরা। যদিও পাল্টা অভিযোগ ঠুকেছেন এই সংস্থার সাধারণ সম্পাদক দেবব্রত পালও। বিশেষ করে তাঁর অভিযোগ জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়েই। এমনকি তাঁদের দরজায় কড়া নেড়ে প্রথম শ্রেণির ক্রিকেটারদের নিরাশ হয়ে ফিরে যাওয়ার ঘটনাও তুলে ধরেছেন এই সাবেক পেসার। তিনি বলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়দের অনেক বিষয়েই আমরা ডেকেছি। কিন্তু আমরা ওদের সমর্থন পাইনি। আমি এ রকমও বলতে পারি, জাতীয় দলের ক্রিকেটাররা অনেক ক্ষেত্রেই প্রথম শ্রেণির ক্রিকেটারদের দাবি-দাওয়াকে উপেক্ষা করেছে।’ আজ সেই প্রথম শ্রেণির ক্রিকেটারদেরই তারকা খেলোয়াড়দের ছায়ায় প্রতিবাদে নামার ব্যাপারটিও ভালো চোখে দেখতে পারছেন না কোয়াব সাধারণ সম্পাদক। বলেন, ‘‘আজকে ওরা খেলা বন্ধ করেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ বন্ধ করার দাবিতে তিন বছর আগে আমরা যখন ১২০ জন প্রথম শ্রেণির ক্রিকেটার নিয়ে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে গিয়েছিলাম, তখন কিন্তু জাতীয় দলের ক্রিকেটাররা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেননি। ওরা শুধু নিজেদের লাভ দেখেছিল। এরপর প্রথম শ্রেণির ক্রিকেটারদেরও জাতীয় খেলোয়াড়দের ওপর থেকে আস্থা কমে গিয়েছিল। এখন কোন এক ইস্যুতে তারা এ রকম করছে, এটি প্রশ্নবিদ্ধ ব্যাপার।’ তিন বছর আগে তারকা ক্রিকেটারদের কেউ কেউ ‘গাছে তুলে মই সরিয়ে নেওয়া’র মতো কা- করেছিলেন বলেও অভিযোগ করেন দেবব্রতর।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট