চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সমস্যার সমাধান করবে কে? ক্রিকেটারদের ধর্মঘট

স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের ক্রিকেট অনেক বড় সমস্যা-সঙ্কুল পথ পাড়ি দিয়ে আজ বিশ্ব ক্রিকেটে একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে। কিন্তু এর আগে এত বড় সমস্যা ক্রিকেটকে সামলাতে হয়েছে কি না সন্দেহ। বেশ কিছু দাবিতে ক্রিকেটাররা ধর্মঘটই ডেকে বসলো! জানিয়ে দিলো, দাবি না মানা পর্যন্ত তারা কোনো ধরনের ক্রিকেটই খেলবে না, ক্যাম্পে যোগ দেবে না। অথচ, সামনেই ভারত সফর।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই প্রথম ভারতে কোনো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে এই সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ। চলছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), কিছুদিন পরে রয়েছে বিপিএল। এই সময়ে এসে ক্রিকেটারদের এই আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটার এবং বিসিবি- দুপক্ষেরই বক্তব্য এলো মিডিয়ার সামনে। বোঝাই যাচ্ছে, দু’পক্ষই এখন মুখোমুখি। দু’পক্ষের ভাবটাই এমন- আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছি আমাদের দাবি। ক্রিকেটাররা বলছে বোর্ড যা করার করুক। বিসিবি বলছে, খেলা বন্ধ করে তো কিছু দাবি পেশ করা যায় না। গতকাল বিকেলে বোর্ড প্রেসিডেন্টের কথা শুনে মনে হলো- তিনিও অনড়। তার বক্তব্য, আগে ক্রিকেটাররা তাদের কাছে আসুক। তারপর সমাধানের প্রশ্ন।’

অর্থ্যাৎ একটা ‘ইগো’ তৈরি হয়েছে দু’পক্ষের মধ্যেই। এ অবস্থায় উদ্ভূত পরিস্থিতির সমাধান করতে একটা মধ্যস্থতা দরকার। তাহলে এই মধ্যস্ততাকারী কে? জানা গেছে ক্রিকেটাঙ্গনের অস্থিতিশীলতা নিরসনে প্রধানমন্ত্রীর শরণাপন্ন পাপন!। তবে কি বাংলাদেশের অন্য শত শত সমস্যা সমাধানের মত- এই সমস্যা সমাধানের জন্যও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন হবে? পরিস্থিতি যা, অবস্থাদৃষ্টে তাই মনে হচ্ছে। প্রধানমন্ত্রী পর্যন্ত গড়াতে পারে ক্রিকেটারদের সৃেঙ্গ বোর্ডের এই সমস্যা। তবে, পাপনের সংবাদ সম্মেলনের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়েছে, ‘আমরা কোয়াবের পক্ষ থেকে প্রস্তুত, আমাদের কাছে আসলে আমরা মধ্যস্ততা করতে রাজি আছি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট