চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ক্রিকেটারদের দাবি নিয়ে বিসিবি প্রধানের বক্তব্য

২৩ অক্টোবর, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

ষ এবার কেবল বঙ্গবন্ধু কাপ, এরপরের বছর আবার আগের ফরম্যাটে ফিরে যাবে। ফ্রাঞ্চাইজিরা কত বেতন দিয়ে ক্রিকেটারদের নেবে সেটা তো আমরা বলে দিতে পারি না।
ষ ৮০ জন ফার্স্ট ক্লাস ক্রিকেটারকে টাকা দেব? খেলা না পারলেও টাকা দেব? ২০০/৩০০ জন প্লেয়ারকে কন্ট্র্যাক্ট দেব?
ষ আম্পায়ার-গ্রাউন্ডসম্যানদের বেতন ৫০ ভাগ গত মাসেই বাড়িয়ে দিয়েছি। আমি বুঝতেছি না ওদের দাবিটা কিসের?
ষ আমরা কাজ করছি দেখেই আন্দোলন? এগুলো আসলে কোনো দাবিই না।
ষ প্রথম শ্রেণির ক্রিকেটারের বেতন ছিল ২৫ হাজার সেটা করেছি ৩০ হাজার। এটার পেছনে নিশ্চয়ই কেউ আছে।
ষ সব দাবিদাওয়া আমাদের কাছে বললেই আমরা মেনে নেব… ওরা আমাদের কাউকে কেন কিছু বলল না? আর বললে আমরা তো মেনে নেব তাই আর খেলা বন্ধ করতে পারবে না। এই কারণেই ওরা আমাদের না বলে সাংবাদিকদের বলেছে।
ষ আমাদের সাথে কথা না বলেই খেলা বন্ধ?
ষ কোচ পছন্দ হয়নি তাই ওদের এই কাজ। ওরা দেশি কোচ চায়। বিদেশি কোচ চায় না।
ষ দাবি দাওয়ার পেছনে কারা কাজ করছে এটার জন্য আমি কিছুদিনের সময় চাচ্ছি।
ষ এনসিএল ডমেস্টিকে ক্যামেরা বসিয়েছি। ১/২/৩ ডিভিশনে ক্যামেরা বসিয়েছি।
ষ আমাদের ক্যাম্প শুরু হচ্ছে প্লেয়াররা গেলে যাবে, না গেলে যাবে না। ওরা বসতে চাইলে বসতে পারে। এসব সিদ্ধান্ত সবাইকে ভুল তথ্য দিচ্ছে।
ষ প্রত্যেক ডিস্ট্রিক্টে কোচ আছে। সব দিকে নজর দিয়ে আমরা কাজ করছি।
ষ ম্যাচ ফি ৪০ ভাগ করেছি। চাইলে আরও বাড়িয়ে দেব। কথা তো বলতে হবে।
ষ চুক্তিবদ্ধ প্লেয়ারদের টাকা বাড়াতে হবে। আমার মনে হয় আমরা বেশি দিচ্ছি। অনেক দেশে আরও কম প্লেয়ার চুক্তিবদ্ধ থাকে।
ষ স্টাফের সাথে ওদের কি? স্টাফ/ গ্রাউন্ডসম্যান/ আম্পায়ারদের বিষয়টা সন্দেহজনক। ওদের ৫০ ভাগ পারিশ্রমিক বাড়ানো হয়েছে।
ষ ঘরোয়া ওয়ানডে বাড়াতে হবে। ওরা খেলবে কিনা একটু বলবেন। ওরা খেললে চারটা ফরম্যাট দাঁড় করাবো। কিন্তু দাবি আদায় করে খেলবে না সেটা তো হবে না। সবাইকে অবশ্যই খেলতে হবে।
ষ বিসিবি একটা লিগ চালাবে ওরা খেলবে না তা হবে না। কি বাসে চড়ছে? তারা কি জানে?
ষ ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টা জানাতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট