চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা

বেতন ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ধর্মঘটে সাকিব-তামিমরা

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০১৯ | ৩:৪৯ অপরাহ্ণ

হঠাৎ বেতন ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে একজোট হয়েছেন সাকিব-তামিম-মুশফিকসহ প্রায় সবাই। দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকিও দিয়েছেন তারা।

পারিশ্রমিক ইস্যুতে সাকিব আল হাসানের নেতৃত্বে বিসিবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ২টায় প্রথমে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন বিসিবিতে। এরপর পৌনে ৩টার দিকে বিসিবি একাডেমির সামনে এসে জড়ো হন তারা। এরপর মিডিয়ার সামনে নিজেদের বক্তব্য তুলে ধরলেন সাকিব আল হাসান।

আজ ১১ দফা দাবিতে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা- জমায়েত হয়ে মিরপুরে একাডেমি ভবনের সামনে এ দাবি তুলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট