চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ঢাকা রংপুর বিভাগের ম্যাচটি ড্র

খুলনা-সিলেটের সহজ জয়

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

প্রথম ইনিংসে রাজশাহী বিভাগের বিপক্ষে ডাক মারেন সৌম্য সরকার। দ্বিতীয় ইনিংসে তিনি ফিফটি করে খুলনা বিভাগকে ৭ উইকেটের সহজ জয় এনে দেন। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রাজশাহীর মুশফিকুর রহিম-নাজমুল শান্তদের ব্যাটিং অনুশীলনটা ভালো হয়নি। প্রথম ইনিংসে ২৬১ এবং দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে অলআউট হয় রাজশাহী। প্রথম ইনিংসে ৩০৯ রানে থামা খুলনা বিভাগ দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্য পায়। সৌম্যর ফিফটি, ইমরুল কায়েসের ২২ এবং মোহাম্মদ মিথুৃনের ২৭ রানে ভর করে সহজে জয় পায় খুলনা। দীর্ঘদিন পরে জাতীয় দলে ডাক পাওয়া আল আমিন হোসেন দ্বিতীয় ইনিংসে রাজশাহীর ৪ উইকেট নেন। প্রথম ইনিংসে ৪ উইকেট নেন মেহেদি মিরাজ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেটের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ঢাকা মেট্রো। মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম ইনিংসে ৬৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে তিনি খেলেন ১১১ রানের ইনিংস। তার পরও তারা সিলেটের কাছে পাত্তা পায়নি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রানের ফোয়ারা ছোঁটা ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগের ম্যাচটি ড্র হয়েছে। সাইফের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। রংপুর প্রথম ইনিংসে তোলে ৫০৮ রান। দলের হয়ে লিটস দাস ও নাঈম ইসলাম সেঞ্চুরি করেন। শুভাগত হোম খেলেন ৯২ রানের ইনিংস। তানভির হায়দার ৭৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে ঢাকা ১০ রান তুলতেই ড্র হয়ে যায় ম্যাচ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট