চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাকিব না চাইলে তরুণ কাউকে দায়িত্ব দেয়া হবে : সুজন

স্পোর্টস ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

‘অধিনায়কত্ব না করতে হলে তো বেশি ভালো’- আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে সরাসরি এ কথা বলেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া তিনি যে এখন আর অধিনায়কত্ব উপভোগ করেন না, সেটিও ভিন্ন ভিন্ন সাক্ষাৎকারে বুঝিয়েছেন বেশ কয়েকবার। কিন্তু এখন দলে সাকিব ছাড়া অধিনায়ক হওয়ার মতো কেউ নেই। যে কারণে তার ইচ্ছা না থাকলেও দলের খাতিরেই করতে হচ্ছে অধিনায়কত্ব। এতে আবার রয়েছে অন্য ভয়- দলের সেরা খেলোয়াড়ের কাছ থেকে সেরা পারফরম্যান্স না পাওয়ার শঙ্কা। যে কারণে আপাতত উভয়-সংকটেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এ সংকটময় পরিস্থিতি সমাধানেরও ইঙ্গিত দিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। গুলশানে ঢাকা ডায়নামাইটসের অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সুজন জানান, সাকিব অধিনায়কত্ব করতে না চাইলে তরুণ কাউকে দেয়াটাই হবে এখন যুক্তিযুক্ত সিদ্ধান্ত। তিনি বলেন, ‘সাকিব অন দ্য ফিল্ড খুব ভালো অধিনায়ক। তার মাথা যে কারো চেয়ে ভালো। আকারে ইঙ্গিতে অনেকে মাশরাফির চেয়েও ভালো বলেন। কোনো যুক্তিতর্ক ছাড়াই পারফরমার হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা। তার চেয়ে ভালো আছে বলে আমার জোনা নেই।’ সুজন যোগ করেন, ‘কিন্তু এমন একজন সেরা পারফরমার এবং সুপার ক্রিকেট ব্রেইন যদি অধিনায়কত্বটা এনজয় না করে, তাহলে অবধারিতভাবে তার পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হবে। আমার তো মনে হয়, অধিনায়ক সাকিবের চেয়ে পারফরমার সাকিবের বেশি দরকার বাংলাদেশের। কাজেই সাকিব অধিনায়কত্বটা এনজয় না করলে বিকল্প খোঁজা যেতেই পারে।’ সেই বিকল্প কে? মুশফিক তো আর ক্যাপ্টেন্সি করতে উৎসাহী নন। তামিমও ফেল করেছে। মাহমুদউল্লাহর তো দলে থাকাই দায়। তাহলে অধিনায়ক হবেন কে? সুজন কারো নাম উল্লেখ না করে বলেন, ‘সাকিব-মুশফিক যখন অধিনায়ক হয়েছিল তখন তাদের বয়স ছিল কত? ২২-২৪ বছর। এখন ওই বয়সের কাউকে অধিনায়ক করলে ক্ষতি কী? আমার মনে হয় না বাংলাদেশ দলে ক্যাপ্টেন্সিটা খুব বেশি ম্যাটার করে। আমরা এখনও এমন দল হইনি যে অধিনায়কই একা টেনে নিয়ে যাবে। বরং আমাদের দরকার কোয়ালিটি এন্ড গুড প্লেয়ার।’ নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে বিসিবি পরিচালক বলেন, ‘এখন তো অনূর্ধ্ব-১৯ এও অধিনায়কত্ব করছে। ভারতের বিপক্ষেও এখন করছে। এখানে তো আর বয়স সমস্যা হচ্ছে না। সেখানে তরুণ কেউ অধিনায়ক হতে পারে তাহলে তো সমস্যা নেই। আমরা তো দিইনি এখনও। তরুণ কাউকে দিয়ে দেখি কী হয়? সাকিব যদি থাকতে না চায়, তাহলে তরুণ কাউকে দিয়ে দেখা যেতে পারে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট