চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সর্বশেষ:

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলতে চট্টগ্রামে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

১ জুলাই, ২০২৩ | ২:২৯ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে টাইগাররা। শনিবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় তারা চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায় তারা। 

 

এদিন একসঙ্গে চট্টগ্রামে এসেছেন মোট ১৩ ক্রিকেটার। তবে ছিলেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনার আগেই অবস্থান করছিলেন চট্টগ্রামে। অবশ্য দলের সঙ্গে একই বহরে এসেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল নিজ শহর মাগুরা থেকে ঢাকায় পৌঁছান তিনি। একদিন না যেতেই যোগ দিলেন দলের সঙ্গে।

 

এদিকে সাদা বলের এই সিরিজ খেলতে আজ চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে আফগানদেরও। আগামী ৫ জুলাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানড ম্যাচ দিয়ে শুরু হবে সাদা বলের মাঠের লড়াই।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট