চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

২৭ জুলাই, ২০২২ | ৯:০০ অপরাহ্ণ

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বাংলাদেশ। বুধবার ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন পিয়াস আহমেদ নোভা। ভারতের পক্ষে গোল করেন গুরকিরাত সিং। এর আগে গত সোমবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় শ্রীলংকাকে। শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

আজ দুই দেশের যুব দলের ম্যাচ হলেও উত্তাপ পাওয়া যাচ্ছিল ভালোই। কখনো কখনো মনে হচ্ছিল মাঠে খেলছে বাংলাদেশ-ভারত জাতীয় দল। ভারতের ভূবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের উপস্থিত কিছু স্থানীয় সমর্থক ভুভুজেলা বাজিয়ে উৎসাহ দিচ্ছিল স্বাগতিক দলকে। কিন্তু তাতে কাজ হয়নি। দুই প্রতিবেশীর লড়াইয়ে আজ ভারতকে ২-১ গোলে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। জোড়া গোল করে বাংলাদেশের জয়ের নায়ক পিয়াস আহমেদ।

গত ম্যাচের জয়ের নায়ক মিরাজুল ইসলামকে আজ মাঠেই নামাননি বাংলাদেশ কোচ পল স্মলি। আসলে মিরাজুলকে বদলি নামানোর প্রয়োজনই হয়নি। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ভারতকে আটকে রেখে প্রত্যাশিত জয়টা তুলে নিয়েছে বাংলাদেশ।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট