চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কলম্বিয়ার কাছে হেরে ফাইনাল খেলা হলো না আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

২৬ জুলাই, ২০২২ | ২:২০ অপরাহ্ণ

ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার চেয়ে সাত ধাপ এগিয়ে আছে কলম্বিয়া। কোপা আমেরিকা ফেমেনিনার সেমিফাইনালে কাগজে-কলমের সেই পার্থক্য মাঠের খেলায়ও পরিস্কারভাবে ফুটে উঠল। সেমিফাইনালে স্বাগতিক কলম্বিয়ার সামনে কুলিয়ে উঠতে পারল না আর্জেন্টিনার মেয়েরা, হেরে বসল ১-০ ব্যবধানে। এই হারে ২০০৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্নভঙ্গ হলো।

প্রথম পর্বে গ্রুপ ‘বি’তে ব্রাজিলের পেছনে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। অন্যদিকে গ্রুপ ‘এ’তে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করেছিল স্বাগতিক কলম্বিয়া। বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা অবস্থান করছে ৩৫তম স্থানে আর কলম্বিয়া আছে ২৮ নম্বরে।

অবশেষে দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কলম্বিয়ার লিন্দা লিজেথ। ৬৩ মিনিটে তার করা সেই গোলেই ফাইনালে টিকিট নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টাইনরা। তবে তাতে হিতে বিপরীত হয়। ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে। প্রথমার্ধের ২৩ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন এই আর্জেন্টাইন।

বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় ফাইনালে ওঠার মিশনে মাঠে নামবে সাতবারের কোপা আমেরিকা ফেমেনিনা চ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ প্যারাগুয়ে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট