চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

নানা সমস্যায় জর্জরিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

জাহেদুল আলম হ রাউজান

২০ অক্টোবর, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ

ছাদের পলেস্তার খসে পড়ছে। দেয়ালগুলোর অবস্থা জীর্ণশীর্ণ। আসবাবপত্রগুলোও অনেক পুরনো। চিকিৎসকদের থাকার আবাসিক রুমগুলোও জরাজীর্ণ। দীর্ঘদিন ধরে নেই মেডিকেল অফিসার। রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আমীর হাটসংলগ্ন হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সরেজমিনে দেখা মিলেছে এমন দৃশ্যের। এমন নানা সমস্যার মধ্যেও চট্টগ্রামের ২৪০টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে এ কেন্দ্রটি মা ও শিশু স্বাস্থ্য সেবায় পরপর টানা তিনবার শ্রেষ্ঠত্ব অর্জন করে। কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. কুতুব উদ্দিন ও পরিবার কল্যাণ পরিদর্শক কোহিনুর আকতার জানান, দু’জনে মিলে এ কেন্দ্রে প্রতিদিন প্রায় ১’শ রোগীর চিকিৎসা দেন। আর প্রতিমাসে কমপক্ষে দেড় হাজার। এখানে প্রতিমাসে স্বাভাবিক প্রসব করানো হয় ২৫-৩০ জন। তারা বলেন, এখানে একজন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও তা দীর্ঘদিন থেকে নেই। সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের ভেতর, ডাক্তারের কোয়ার্টারে ছাদে পানি চুপসে পড়ে। নিচের অবস্থা বৃষ্টি হলে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। রোগীদের বসার টুলগুলো ভাঙা। অনেক দিনের পুরনো হওয়ায় আলমিরা, অন্য আসবাবপত্র গুলোরও ভঙ্গুর দশা। দরকার একটি বাউন্ডারিওয়ালও। হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, ‘হলদিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মা ও শিশুর স্বাস্থ্য সেবায় পরপর তিনবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় আমি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানায়। এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, এ কেন্দ্রটি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি সুফল। এ কেন্দ্রের সমস্যা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। এতে আমাদের সহযোগিতা লাগলে তা আমরা দিব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট