চট্টগ্রাম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

পবিত্র কুরআনের আলোয় আলোকিত হোক জীবন

ফখরুল ইসলাম নোমানী

২৫ অক্টোবর, ২০২৪ | ১২:৩৮ অপরাহ্ণ

পৃথিবীর মহাবিস্ময়কর ও সর্বাধিক পঠিত গ্রন্থ আল-কুরআন। পথভ্রষ্ট মানুষদের আল্লাহর পথে পরিচালিত করার জন্য আল্লাহতায়ালা আল-কুরআন নাজিল করেছেন। মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহতাআলা প্রত্যেক নবী ও রাসুলকে কিতাব দান করেছেন। সে ধারায় সর্বশেষ নবী হজরত মোহাম্মাদ (সা.) কে দান করেছেন আল-কোরআন। পবিত্র আল-কোরআন সমগ্র মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। কোরআন মহান আল্লাহর পাককালাম বা পবিত্র বাণী। কোরআন শব্দের অর্থ যা পাঠ করা হয়, পাঠযোগ্য ও বারবার পাঠের উপযুক্ত নিকটে পৌঁছে দেয় বা নৈকট্য অর্জনের মাধ্যম। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহতাআলার নৈকট্য অর্জন করা যায় বলেই এই নামকরণ। কোরআন মাজিদ দুনিয়ার সবচেয়ে বেশিপঠিত মহাগ্রন্থ।

 

কোরআন অর্থ কাছে যাওয়া নিকটবর্তী হওয়া। কোরআন পঠন ও অনুশীলনের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য ও সান্নিধ্য লাভ করে। পঠন-পাঠন ও বিদ্যার্জন এবং জ্ঞান-বিজ্ঞানচর্চার নির্দেশ দিয়েই কোরআন মাজিদের প্রথম আয়াতগুলো অবতীর্ণ হয়। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃজন করেছেন মানব আলাক হতে। পড়ো তোমার রব মহা সম্মানিত যিনি লিপির মাধ্যমে শিক্ষাদান করেছেন; শিখিয়েছেন মানুষকে যা তারা জানত না। (সুরা-৯৬ কলম : আয়াত : ১-৫)। মৃত ব্যক্তির চার দিন, দশ দিন কিংবা চল্লিশ দিনের দিন টাকা দিয়ে ভাড়া করে আল-কুরআন খতম করানো হয়। তাদের ধারণা আল-কুরআন শুধু মানুষ মারা গেলে পড়া লাগবে। অথচ মহান আল্লাহতায়ালা আল-কুরআনকে মানবজাতির পথপ্রদর্শক হিসাবে নাজিল করেছেন। পবিত্র কোরআন শরিফ কাবা শরিফ এবং পিতা-মাতার চেহারা মোবারক-এই তিন জিনিস শুধু দেখলেই সওয়াব হয়। কোরআন শরিফ তিলাওয়াতে তিনটি ফরজ রয়েছে : হরফ বা বর্ণসমূহ সঠিকভাবে উচ্চারণ করা, হরকত বা স্বরচিহ্ন তাড়াতাড়ি পড়া মাদ বা দীর্ঘস্বর হলে টেনে পড়া। কোরআন শরিফ পড়তে তিনটি কাজ করতে হয় : পবিত্র হওয়া (ফরজ), আউজুবিল্লাহ পড়া (ওয়াজিব) ও বিসমিল্লাহ পড়া (সুন্নাত)। তিনটি কাজে পবিত্রতা প্রয়োজন বা ফরজ হয়-নামাজ পড়া, কাবা শরিফ তাওয়াফ করা ও কোরআন শরিফ স্পর্শ করা।

 

কোরআন মাজিদ শিক্ষা করা ফরজ, শিখে ভুলে গেলে মারাত্মক গুনাহ; অশুদ্ধ বা ভুল পাঠ করলে কঠিন পাপের কারণ হতে পারে। তাই কোরআন বিশুদ্ধভাবে শেখা ও সুন্দরভাবে তিলাওয়াত করা জরুরি। যাঁরা পড়তে জানেন না তাঁদের শিখতে হবে, যাঁরা শিখে ভুলে গেছেন তাঁদের পুনরায় পড়তে হবে এবং যাঁরা ভুল পড়েন তাঁদের সহিহ্ শুদ্ধ করতে হবে। তিনপ্রকার লোকের তিলাওয়াতের ভুল মাফ হবে : যাঁরা সহিহ্ করার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, যাঁরা সহিহ্ করার চেষ্টায় রত আছেন যাঁদের সহিহ্ শিক্ষার সুযোগ নেই বা সহিহ্ ও ভুলের জ্ঞান নেই। ইসলামের চার খলিফা মাহে রমজানে পবিত্র কোরআন তিলাওয়াত করতেন এবং কোরআন শরিফ কয়েকবার খতম দিতেন। উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.) মাহে রমজানে সুবহে সাদিকের পর থেকে সূর্যোদয় পর্যন্ত পবিত্র কোরআন তিলাওয়াত করতেন। মাহে রমজানে সাহাবায়ে কিরামগণ কোরআন শরিফ মুখস্থ করে স্মৃতিপটে সংরক্ষণ করার জন্য রাত-দিন যে অক্লান্ত পরিশ্রম ও কঠোর সাধনা করেছেন তা ইসলামের অনুসারীদের কোরআন শরিফ বোঝার জন্য অনুকরণীয়। ইরশাদ হয়েছে তারা রাত্রিকালে আল্লাহর আয়াত আবৃত্তি করে। (সূরা আলে ইমরান : আয়াত : ১১৩) কোরআন তিলাওয়াতকারীর জন্য শ্রেষ্ঠ পুরস্কারের কথা ঘোষণা করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন আল-কোরআনে সুদক্ষ ব্যক্তিগণ সম্মানিত ফেরেশতাদের সঙ্গী। আর যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করতে গিয়ে এর উচ্চারণ করা তার পক্ষে কঠিন হওয়ার কারণে বারবার চেষ্টা করে সেই ব্যক্তি দ্বিগুণ সওয়াব লাভ করবে।

 

পবিত্র রমজান মাসকে সঠিক ও বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের মাস হিসেবে ধরে নিতে হবে। না বুঝে যদি এ মাসে কোরআন তিলাওয়াত করেন এতেও প্রতিটি ১০টি করে নেকি দেওয়া হবে। অতএব যাঁরা তিলাওয়াত করতে জানেন না তারা এ মাসে তিলাওয়াত শেখার মাস হিসেবে নির্ধারণ করুন। কোরআন কারিম অধ্যয়ন অনুশীলন ও প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েই পাঠানো হয়েছিল প্রিয় নবী (সা.)-কে। হজরত ইবরাহিম (আ.) দোয়া করেছিলেন- হে আমাদের রব! আপনি তাদের মাঝে তাদের মধ্য থেকে এমন রাসুল পাঠান যিনি আপনার আয়াত পাঠ করে শোনাবেন কিতাব ও হিকমত শেখাবেন এবং তাদের পরিশুদ্ধ করবেন। নিশ্চয়ই আপনি স্নেহশীল ও মহা কৌশলী। (সুরা-২ : বাকারা : আয়াত : ১২৯)। পবিত্র কোরআন তিলাওয়াত করাও ইবাদত এবং তিলাওয়াত শোনা এবং শোনানোও ইবাদত। নবী আকরাম (সা.) নিজে পাঠ করে সাহাবিদের শোনাতেন এবং সাহাবিদের তিলাওয়াতও শুনতেন। প্রতি রমজান মাসের আগে যতটুকু কোরআন নাজিল হয়েছে তা নবীজি (সা.) হজরত জিবরাইল (আ.)কে শোনাতেন এবং হজরত জিবরাইল (আ.) ও তা নবীজিকে শোনাতেন। নবীজি (সা.) জীবনের শেষ রমজানে উভয়ে উভয়কে দু-দুবার করে পূর্ণ কোরআন পাঠ করে শোনান। কোরআন কারিম নাজিলের কারণেই রমজানের ও শবে কদরের ফজিলত, মক্কা-মদিনার ফজিলতও কোরআন নাজিলের কারণেই।

 

কোরআনের পরশেই গিলাফ ও রেহালের সম্মান। যে মানুষ যত কোরআনের ধারক-বাহক হবে তার সম্মানও তত বেশি হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন কোরআনওয়ালাই আল্লাহওয়ালা এবং আল্লাহর খাস পরিবারভুক্ত। যে অন্তরে কোরআন নেই তা যেন পরিত্যক্ত বিরান বাড়ি। হাশরে বিচারের দিনে কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে হুজ্জত হবে। (মুসলিম) যারা কোরআন তিলাওয়াত চর্চা ও অনুশীলন করবে না তাদের বিরুদ্ধে রোজ কিয়ামতে আল্লাহর আদালতে প্রিয় রাসুল (সা.) অভিযোগ করবেন রাসুল আকরাম (সা.) বলবেন হে আমার রব! এই লোকেরা কোরআন পরিত্যাগ করেছিল। (সুরা-২৫ ফুরকান : আয়াত : ৩০)। পবিত্র কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব যা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হজরত জিবরাইল (আ.) এর মাধ্যমে সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর ওপর নাজিল হয়েছে। এরপর কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো কিতাব ও নতুন কোনো নবী বা রাসুল আসবেন না; এটিই কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র পথ। কোরআনের অংশবিশেষ পাঠ ব্যতিরেকে প্রধান ইবাদত নামাজও আদায় হয় না। এ জন্যই সহিহ্ভাবে কোরআন তিলাওয়াত শিখতে হবে। কমপক্ষে নামাজ পড়তে যতটুকু প্রয়োজন ততটুকু শেখা ফরজে আইন। কোরআন নাজিলের মাস রমজান। আল্লাহতাআলা বলেন রমজান মাস যে মাসে নাজিল করা হয়েছে আল কোরআন মানুষের জন্য হিদায়াতরূপে এবং পথনির্দেশনার প্রমাণ ও সত্য-মিথ্যা পার্থক্য নির্ণয়কারী।

 

আল-কোরআন তিলাওয়াত করে তা মুখস্থ করা এবং এর নির্দেশানুযায়ী জীবন যাপন করার ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) এর ফরমান যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে এবং তদনুসারে আমল করে কিয়ামতের দিন তার পিতা-মাতাকে এমন এক উজ্জ্বল মুকুট পরানো হবে যা দুনিয়ায় কোনো ঘরের মধ্যে অবস্থানরত সূর্যালোকের চেয়ে অধিক উজ্জ্বলতর হবে। নবী করিম (সা.) আরও বলেছেন যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে এবং তা মুখস্থ করে ফেলে আর এতে বর্ণিত হালালকে হালাল এবং হারামকে হারাম মেনে চলে আল্লাহ তাআলা তাকে বেহেশতে সমাসীন করবেন এবং আত্মীয় স্বজনের মধ্য থেকে ১০ ব্যক্তির জন্য তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকের জন্যই দোজখ নির্ধারিত হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম বলেছেন : যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ-লাম একটি হরফ-মীম একটি হরফ। এ হলো কুরআন তিলাওয়াতের ফজিলত। অল্প আমলে অধিক সওয়াব তার জন্যই যে আল্লাহর সন্তুষ্টি ও সওয়াব আকাক্সক্ষা করে। সুতরাং যে কুরআনের ব্যাপারে সীমালঙ্ঘন করে কুরআনের যথাযথ তদারকি করে না এবং তা দ্বারা উপকৃত না হয়, সে ক্ষতিগ্রস্ত। হে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এবং নিয়মিত কুরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন। বান্দা আল্লাহতায়ালার সঙ্গে কথোপকথনের একমাত্র মাধ্যম হলো কুরআন পাঠ।

 

আল-কুরআন আল্লাহতায়ালা বাণী। যখন কোনো বান্দা কুরআন পাঠ করে তখন সে আল্লাহর সঙ্গে কথোপকথন করে। এ জন্য খুবই আদব ও শ্রদ্ধার সঙ্গে কুরআন পাঠ করতে হয়। হজরত আলী (রা.) বলেন আমার যখন মন চাইত আল্লাহর সঙ্গে কথা বলব তখন কুরআন তেলাওয়াত শুরু করে দিতাম। কোরআন মজিদ ফেরেশতা জিবরাইল (আ.) এর মাধ্যমে সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর ওপর নাজিল করা হয়েছে। কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো কিতাব ও নতুন কোনো নবী বা রাসুল আসবেন না। কিয়ামত পর্যন্ত সব মানুষের দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র পথনির্দেশ কোরআন। পবিত্র কুরআনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন। আল্লাহতায়ালা মুসলিম উম্মাহকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার এবং কোরআন তেলাওয়াত মনোযোগের সঙ্গে শোনার তাওফিক দান করুন। আমিন।

 

লেখক : ইসলামি গবেষক ও কলামিস্ট।

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট