চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঢাকা সিটি নির্বাচন পেছানোয় অনশন ভাঙল ঢাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২০ | ১০:৪৮ অপরাহ্ণ

আন্দোলনের তৃতীয়দিনে অনশন ভাঙলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন  করায় আজ শনিবার (১৮ জানুয়ারি) রাতে অনশন কর্মসূচি থেকে সরে এসে আন্দোলন সমাপ্ত ঘোষণা করেন তারা। এর ঠিক পরপরই ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রাজু ভাস্কর্যের পাদদেশে এসে পানি ও জুস খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান৷

এর আগে ৩০ জানুয়ারি সরস্বতী পূজার দিন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে টানা তিনদিন অনশন অব্যাহত রাখেন আন্দোলনকারীরা। এতে প্রায় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। অন্যদের স্যালাইন দেয়া হয়।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা এসে শিক্ষার্থীদের অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। এদের পাশাপাশি অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সকাল থেকেই বিভিন্ন হলের শিক্ষার্থীসহ ডাকসু ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট