চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভোলার এসপির ফেসবুক আইডি হ্যাক

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০১৯ | ১১:২০ পূর্বাহ্ণ

ভোলায় চলমান উত্তেজনার মধ্যেই পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ভোলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, অসৎ উদ্দেশে এসপি মহোদয়ের ব্যক্তিগত ফেসবুক ‘সরকার কায়সার’ নামে আইডিটি হ্যাক করেছে হ্যাকাররা। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।

প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগে রবিবার (২০ অক্টোবর) ভোলার বোরহানউদ্দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিচারের দাবিতে ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ থেকে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বলছে, এক যুবকের হ্যাক হওয়া আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বক্তব্য ছড়ানোর ঘটনা থেকে এ পরিস্থিতির সূত্রপাত। একপর্যায়ে পুলিশের গুলিতে চারজন নিহত হন। নিহত চারজনকে নিজেদের কর্মী-সমর্থক বলে দাবি করেছে তৌহিদী জনতা। সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট