চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

গোপালগঞ্জে উপজেলা প্রকৌশলীর অফিসে আগুন: অর্ধকোটি টাকা ক্ষতি

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০১৯ | ১২:৩১ অপরাহ্ণ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কোটালীপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের ৩য় তলায় এ অফিসের অবস্থান। আজ সোমবার (২১ অক্টোবর) সকাল প্রায় সাড়ে ছয় ৬ টার দিকে ওই তালাবন্ধ অফিসে আগুনের ধোয়া বের হতে দেখে উপজেলা পরিষদ কমপ্লেক্সের নাইটগার্ড ছলেমান মীর ফায়ার সার্ভিসকে খবর দেন। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোটালীপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী দোবাশীয় বাকচী জানান, কোটালীপাড়া উপজেলার স্কুল সাইন্স ল্যাবের জন্য জাইকার ক্রয়কৃত ২০ লাখ টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ফটোকপি মেশিন, সোফাসেট, অফিস ডেকোরেশন, আসবাবপত্র পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ওই অফিসের উপজেলা প্রকৌশলীর রুমের সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে। ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট